হোম > সারা দেশ > খুলনা

৩ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ দেখতে চাই: নাহিদ ইসলাম

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে হবে। দেশের নতুন সংবিধান প্রয়োজন। এ ছাড়া যেকোনো দেশের প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে হবে। নতুন সংবিধান আমাদের দাবি। সেটা এখনো হচ্ছে না। মৌলিক সংস্কার নিয়ে এখনো টালবাহানা চলছে। মাগুরাবাসী সোচ্চার হোন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে নাহিদসহ দলটির কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নাহিদ বলেন, ‘জুলাই সনদ আমরা আগামী ৩ আগস্টের মধ্যে দেখতে চাই। যদি জুলাই সনদ সরকার এই এক বছরের মধ্যে না দেয়, তবে আমরা সারা দেশের ছাত্র-জনতাকে নিয়ে মাঠে নামব। আমরা ৩ আগস্ট ঢাকা শহীদ মিনারে থাকব। আপনার এই সময়ে ঢাকা আসেন।’

মাগুরায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘মাগুরায় যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই লড়াই। এখানে মাগুরার জুলাইয়ে গণ-অভ্যুত্থানে ১০ জন শহীদ হয়েছেন। সব শহীদ পরিবারসহ যাঁরা নানাভাবে আহত হয়েছেন, তাঁদের জন্যই আমাদের এই লড়াই। মাগুরার উন্নয়ন নিয়ে এনসিপি আবারও মাগুরায় আসবে। জুলাই শহীদদের রক্তের মর্যাদা আমাদের সকলকে দিতে হবে। বৈষম্যহীন দেশ গড়ার জন্যই আমাদের এই লড়াই।’

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি তাদের নেতাদের সঙ্গে কথা বলে শিগগিরই মাগুরাতে একটি কমিটি করবে। তারা আমাদের সঙ্গে আপনাদের এলাকার নানা বিষয়ে নিয়ে যুক্ত থাকবে। মাগুরাবাসীর যে সকল সমস্যা সে সকল সমস্যার সমাধানে এনসিপি নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার