হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাতড়াখোলা ও লক্ষীখালি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও একই এলাকারা লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭)।

গোপালপুর গ্রামের শিবা দাস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বিচালি নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শ লাগে তাঁর। মাটিতে লুটিয়ে পড়েন সন্যাসী দাস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের চিকিৎসক শাকির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

লক্ষীপুর গ্রামের আবেদ আলী বলেন, গতকাল রাত ৯টার দিকে ভাত খেয়ে নিজ মাছের ঘেরে যান উজ্জ্বল হোসেন। আজ শুক্রবার সকালে ঘেরে পানি সেচের জন্য থাকা মোটরে জড়ানো অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘেরে পানি দেওয়ার জন্য মোটর চালু করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক