কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাটারি চালিত ভ্যান ও ট্রলির সংঘর্ষে আব্দুল মালেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়া খালি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক উপজেলার ধরমপুর ইউনিয়নের হিসনাপাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ভেড়ামারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভ্যান ও ট্রলির সংঘর্ষে ভান চালক অব্দুল মালেক ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে চাল ভর্তি ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।