হোম > সারা দেশ > বাগেরহাট

জোয়ারের পানিতে দুবলারচর প্লাবিত, জলোচ্ছ্বাসের আশঙ্কা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে চলছে ৩ নম্বর সতর্কসংকেত। এর প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে ফিশিং বোটগুলো সুন্দরবনসহ উপকূলের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অন্যদিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও ৩ ফুট বেশি বেড়ে দুবলার চর প্লাবিত হয়েছে। 

আজ রোববার দুবলারচরের মানিকখালী খালে আশ্রয় নেওয়া ফিশিং বোট এফবি সাব্বিরের মাঝি আবু হানিফ বলেন, ‘গতকাল শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। আমরা সুন্দরবনের মানিকখালী খালের মধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছি। এখানে আরও ফিশিং বোট আশ্রয় নিয়েছে। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।’

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন বলেন, এক সপ্তাহের মধ্যে আবহাওয়া দুই দফায় খারাপ হওয়ায় জেলে-মৎস্যজীবীরা দুর্ভোগে পড়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদার জানান, সাগরের অবস্থা খুবই খারাপ। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বড় বড় ঢেউ হচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুট বেশি বেড়ে দুবলারচর প্লাবিত হয়েছে। এতে অনেক ফিশিং বোট দুবলার চরের ভেদাখালী, ভাঙাখাল, মানিকখালীসহ বিভিন্ন খালের মধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক