হোম > সারা দেশ > কুষ্টিয়া

ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।

গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’

অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা