হোম > সারা দেশ > বাগেরহাট

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে সংসদ সদস্যের ঈদ

বাগেরহাট প্রতিনিধি

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। আজ রোববার সকালে ঈদের নামাজ শেষে নেতা-কর্মীদের নিয়ে বাগেরহাট সদর উপজেলার চূড়ামণি আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে গরু জবাই করেন তন্ময়। প্রতি পরিবারকে ১ কেজি গরুর গোশত, ১ কেজি পোলাও চাল বিতরণ করেন। 

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষণা ছাড়াই ঈদের দিনে সংসদ সদস্যকে কাছে পেয়ে খুশি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা। তাঁরা বলেন, ঘর-বাড়ি ছাড়া খুবই অসহায় অবস্থায় থাকতাম। প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের দিনে না চাইতেই গোশত ও পোলাও চাল পেলাম। আমরা খুব খুশি হয়েছি। তাঁদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাঁদের ভাল করেন।

এ দিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ২৫৩ জন দরিদ্র মানুষের মধ্যে ১ কেজি গরুর গোশত ও ১ কেজি পোলাও চাল বিতরণ করা হয়।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার