হোম > সারা দেশ > ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধি, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছোট ভাদড়া গ্রামে যৌতুক না দেওয়ায় সিমা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতিতা সিমা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিমার মা আঙ্গুরা খাতুন জানান, গত বছর ছোট ভাদড়া গ্রামের টিপু বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় পরিবার থেকে রনিকে সোনার গয়নাসহ নানা উপকরণ যৌতুক হিসেবে দেওয়া হয়। বিয়ের পর কিছুদিন সবকিছু ঠিক থাকলেও ৬ মাস পর থেকে সিমার ওপর নির্যাতন শুরু করে রনি ও তাঁর পরিবার। বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

র্বশেষ মঙ্গলবার রাতে সিমা খাতুনকে রনি, শ্বশুর টিপু সুলতান ও শাশুড়ি নির্যাতন করে। মারধরে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সিমার মা আঙ্গুরা খাতুন বলেন, রনি জোড়াদহ ভূমি অফিসে চাকরি করে। বিয়ের পর থেকে রনি আমার মেয়েকে নির্যাতন করছে। আমি এর বিচার চাই। 
 
অভিযুক্ত রনি বিশ্বাস বলেন, অনেক বিষয় আছে এখানে, সরাসরি দেখা করেন বলতে পারব। 

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ