হোম > সারা দেশ > ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধি, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছোট ভাদড়া গ্রামে যৌতুক না দেওয়ায় সিমা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতিতা সিমা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিমার মা আঙ্গুরা খাতুন জানান, গত বছর ছোট ভাদড়া গ্রামের টিপু বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় পরিবার থেকে রনিকে সোনার গয়নাসহ নানা উপকরণ যৌতুক হিসেবে দেওয়া হয়। বিয়ের পর কিছুদিন সবকিছু ঠিক থাকলেও ৬ মাস পর থেকে সিমার ওপর নির্যাতন শুরু করে রনি ও তাঁর পরিবার। বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

র্বশেষ মঙ্গলবার রাতে সিমা খাতুনকে রনি, শ্বশুর টিপু সুলতান ও শাশুড়ি নির্যাতন করে। মারধরে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সিমার মা আঙ্গুরা খাতুন বলেন, রনি জোড়াদহ ভূমি অফিসে চাকরি করে। বিয়ের পর থেকে রনি আমার মেয়েকে নির্যাতন করছে। আমি এর বিচার চাই। 
 
অভিযুক্ত রনি বিশ্বাস বলেন, অনেক বিষয় আছে এখানে, সরাসরি দেখা করেন বলতে পারব। 

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার