হোম > সারা দেশ > নড়াইল

চিত্রার ভাঙনের মুখে বসতঘর, আতঙ্কে নদীতীরের মানুষ

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে চিত্রা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘর ও নদীতীরের গাছপালা। এতে আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

সরেজমিনে জানা গেছে, কয়েক দিন আগের ভারী বৃষ্টি ও চিত্রার তীব্র স্রোতের কারণে নদীতীরে ভাঙন শুরু হয়েছে। ধোন্দা গ্রামের মো. হারুন শেখের বাড়িসহ বেশ কয়েকটি বসতভিটা, মেহগনি বাগান, গাছপালা ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে গ্রামের মধ্য দিয়ে চলা নড়াইল-মাগুরা সড়ক। 

ধোন্দা গ্রামের মো. হারুন শেখ বলেন, ‘ভাঙনে বসতভিটার একটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন অব্যাহত থাকলে আমার পুরো পাকাঘর নদীগর্ভে চলে যাবে।’ 

মো. ইমরান নামের ধোন্দা গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীভাঙন থেকে রক্ষা পেতে সরকারের কাছে অনেক দিন ধরে আবেদন করে আসছিলাম। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেকোনো সময় আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখন খুব আতঙ্কের মধ্যে আছি।’ 

নড়াইলের শাহবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, ‘চিত্রা নদীতে আগে এমন ভাঙন দেখা যায়নি। এখন ধোন্দা গ্রামের পাশে চিত্রা নদীতে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে আস্তে আস্তে ভয়ংকর রূপ নিচ্ছে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর অস্তিত্বের সংকটে পড়বে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’ 

নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প পাস হয়ে এলে দ্রুতই কাজ শুরু করা যাবে।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা