হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় কেশবপুর শহরের মেসার্স গাজী মটরসের পরিচালক নাসির উদ্দীন গাজীকে ৫ হাজার, মেসার্স ইউনিক এন্টারপ্রাইজের এনামুল হোসেনকে ৫০০ এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স হায়াত এন্টারপ্রাইজের জিল্লুর রহমানকে ৫০০ ও মেসার্স মুন স্টার এন্টারপ্রাইজের আব্দুস সালামকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ওই ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান