হোম > সারা দেশ > খুলনা

বোনের বাড়িতে বেড়াতে এসে ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

ঢাকা থেকে কুমিল্লার হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সোহেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাগনে আরাফাত (১৩) গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহেল ঢাকার আমিরাবাদের আবদুল হক মিয়ার ছেলে এবং আহত আরাফাত মিরাশ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে। আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সোহেল ঈদ উপলক্ষে মিরাশ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে বিকেলে ভাগনে আরাফাতকে নিয়ে চুল কাটাতে সেলুনে যান। চুল কাটানো শেষে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন মামা ও ভাগনে। এ সময় দুজনই পানিতে ডুবে যান। স্বজনেরা খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন এবং আরাফাতকে ঢাকা মেডিকেলে রেফার করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই সোহেলের মৃত্যু হয়েছে। আরাফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি