ঢাকা থেকে কুমিল্লার হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সোহেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাগনে আরাফাত (১৩) গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ঢাকার আমিরাবাদের আবদুল হক মিয়ার ছেলে এবং আহত আরাফাত মিরাশ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে। আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সোহেল ঈদ উপলক্ষে মিরাশ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে বিকেলে ভাগনে আরাফাতকে নিয়ে চুল কাটাতে সেলুনে যান। চুল কাটানো শেষে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন মামা ও ভাগনে। এ সময় দুজনই পানিতে ডুবে যান। স্বজনেরা খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন এবং আরাফাতকে ঢাকা মেডিকেলে রেফার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই সোহেলের মৃত্যু হয়েছে। আরাফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।