হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

প্রবাসীর সঙ্গে বিয়ের ৭ দিনের মাথায় তরুণীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের সাত দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন রুকাইয়া (১৮) নামের এক নববধূ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত রুকাইয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের মেয়ে। 

জানা যায়, গত শুক্রবার পারিবারিকভাবে একই উপজেলার রুবেল নামের এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয় রুকাইয়ার। বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে নিজ বাড়িতে বেড়াতে আসেন তিনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে অচেতন হয়ে পড়ে যান তিনি। এ সময় তাঁর মুখে বিষের গন্ধ পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মেয়েটিকে জরুরি বিভাগে নেন। তিনি বিষপান করেছেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে জরুরি বিভাগে মেয়েটিকে মৃত অবস্থা পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয়েছে। 

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিয়ের সাত দিনের মাথায় ওই নববধূর আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা