হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

প্রবাসীর সঙ্গে বিয়ের ৭ দিনের মাথায় তরুণীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের সাত দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন রুকাইয়া (১৮) নামের এক নববধূ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত রুকাইয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের মেয়ে। 

জানা যায়, গত শুক্রবার পারিবারিকভাবে একই উপজেলার রুবেল নামের এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয় রুকাইয়ার। বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে নিজ বাড়িতে বেড়াতে আসেন তিনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে অচেতন হয়ে পড়ে যান তিনি। এ সময় তাঁর মুখে বিষের গন্ধ পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মেয়েটিকে জরুরি বিভাগে নেন। তিনি বিষপান করেছেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে জরুরি বিভাগে মেয়েটিকে মৃত অবস্থা পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয়েছে। 

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিয়ের সাত দিনের মাথায় ওই নববধূর আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার