হোম > সারা দেশ > সাতক্ষীরা

স্বামীর লাশ বাড়িতে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই স্ত্রীর সন্তান প্রসব

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়েছে। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। মাঝপথে তাঁর প্রসববেদনা উঠলে সেখানেই এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। 

আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আলতাফ হোসেন (৩৫) আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমানের ছোট ছেলে। তাঁর স্ত্রীর নাম রহিমা খাতুন। 

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান দাউদ গাজী জানান, আলতাফ হোসেন সপ্তাহ তিনেক আগে ভাটা শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঢাকার সাভার এলাকায় যান। কিছুদিন যেতে না যেতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁর ব্লাড-ক্যানসার ধরা পড়ে। 

শারীরিক অবস্থার অবনতিতে গত শনিবার আলতাফ হোসেনকে সাভার থেকে ফিরিয়ে এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। 

দাউদ গাজী আরও জানান, আলতাফ হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্স করে প্রতাপনগরে ফিরিয়ে আনার সময় বুধহাটা এলাকায় তাঁর গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন। 

শোকাহত পরিবারটিকে ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগতভাবে সহায়তার আশ্বাস দেন চেয়ারম্যান দাউদ গাজী। এছাড়া গতকাল যোহরের নামাজের পর তাঁর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার