হোম > সারা দেশ > কুষ্টিয়া

দাদার ভ্যান নিয়ে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন আলীর (১১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ভ্যানটি পাওয়া যায়নি। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকায় একটি মাঠের মেহগনির বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী সানেহ আলীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গত সোমবার বিকেলে দাদার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানিয়েছেন শিশুটির দাদা সিরাজ শাহ। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ছয় দিন আগে নিখোঁজ হওয়া শাহীন আলীর পরিবার শিশুটির পরিচয় নিশ্চিত করেছে। এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।’ 

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা