হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি ক্যাম্পাসে হল প্রভোস্টের ‘মৃত্যু’ বিজ্ঞপ্তি! 

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্টের ‘মৃত্যু’র বিজ্ঞপ্তি দিয়ে পোস্টার সাঁটানোর খবর পাওয়া গেছে। আজ রোববার বিকেলে ক্যাম্পাসে দেয়ালে বিজ্ঞপ্তিটি দেখা যায়। তবে কে বা কারা এটি সাঁটিয়েছেন তা কেউ জানেন না। 

বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক হলটির দায়িত্বে আছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। তিনি বাসায় অবস্থান করার কথা নিশ্চিত করেন নিজেই। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যে বিজ্ঞপ্তি টানিয়েছে সে যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে তাঁর পরিচয়সহ পোস্টার টানাতো। সেতো অনেক পাওয়ার ফুল। আমি যা বলার প্রশাসনকে জানিয়েছি। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’ 

শিক্ষার্থীরা বলেন, ‘আজ বিকেল থেকে মারা যাওয়ার পোস্টারটি দেখা যায়। তবে কে বা কারা এটি সাঁটিয়েছেন তা জানেন না কেউ। বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত আইডি থেকে প্রভোস্টের ‘মৃত্যু’র বিজ্ঞপ্তি দিয়ে একটি পোস্টারের পোস্ট দেখা যায়।’ 

শিক্ষার্থীরা আরও বলেন, ‘নতুন শিক্ষার্থীদের কাছ থেকে রসিদবিহীন ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। রসিদবিহীন কীসের টাকা নেওয়া হচ্ছে? হল কর্মকর্তাদের কাছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি তাঁরা। এসব জানার জন্য প্রভোস্টকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।’ 
এ ছাড়া ‘তিনি দীর্ঘদিন যাবৎ হলে আসেন না। ওনাকে ফোন দিয়েও পাওয়া যায় না। হলের বিভিন্ন সমস্যা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করলেও ওনার কোনো রেসপন্স পাওয়া যায় না। আমরা ধরেই নিয়েছি উনি ইহলোক ত্যাগ করেছেন তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ 

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সমাধানকল্পে সন্ধ্যা সাড়ে ৬টায় হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি