হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাট প্রতিনিধি

উদ্ধার করা মাংস ও হরিণ শিকারের ফাঁদ। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন পূর্ব বন বিভাগের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের গহিনে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি বনরক্ষীরা।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার আগমুহূর্তে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের গহিনে অভিযান চালানো হয়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত বনের গহিনে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংসের সঙ্গে হরিণের মাথা, পা ও চামড়া রয়েছে। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত আধা কিলোমিটার দৈর্ঘ্যের ফাঁদও (সুতা বা দড়ি) জব্দ করা হয়।

দীপন চন্দ্র দাস আরও বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। চোরা শিকারিদের শনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা