হোম > সারা দেশ > খুলনা

শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন খেতে যুবকের লাশ

শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন খেতে পড়ে আছে রক্তাক্ত লাশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। নাম-পরিচয় না জানলেও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর হবে। পরে খবর পেয়ে এই লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহসংলগ্ন একটি ধানখেতে।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে। আমরা এখনো লাশের পরিচয় পাইনি।’

ঝাঁপা ইউনিয়নের পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে জোঁকা ঈদগাহসংলগ্ন সড়কের পাশে নিজের খেতে শ্রমিক নিয়ে পাকা ধান কাটতে যান জোঁকা গ্রামের আইয়ুব আলী। এরপর খেতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়।’

নিহত যুবক স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারছেন না বলে জানান ইউপি সদস্য সিদ্দিকুর। লাশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘লাশের ডান পা হাঁটু থেকে ভাঁজ করা ছিল। বাঁ কানের নিচে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কানের নিচের আঘাত থেকে রক্ত ঝরছে। বুক থেকে ঝরা রক্তে জামা ভিজে আছে। লাশের দুই পায়ের মাঝখানে একটি পানির বোতল রাখা আছে।’

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘নিহত ব্যক্তিকে সড়কের পাশে রেখে খুন করে লাশ টেনে এনে ধানখেতের মাঝখানে রাখা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। আজ ভোরে ধান কাটতে এসে রাস্তার পাশ থেকে ধানগাছ শোয়ানো দেখে সামনে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান শ্রমিকেরা। এই অবস্থা দেখে তাঁরা আর ধানগাছে কাঁচি দেননি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা