হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ট্রাক ঢুকে ক্ষতিগ্রস্ত পৌর পার্ক, ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

পণ্যবাহী ট্রাক ঢুকে ক্ষতিগ্রস্ত মনিরামপুর পৌর মিনি পার্ক। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।

অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।

এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১