হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

রমেশ দেবনাথ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে (২৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার গাংড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রমেশ ওই গ্রামের অসীত দেবনাথের ছেলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী এই তথ্য নিশ্চিত করেছেন।

রমেশ দেবনাথের ভাই পরেশ দেবনাথ বলেন, ‘উপজেলার গাংড়া মাঠে আমাদের একটি গভীর নলকূপ (সেচপাম্প) আছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরের দিন তা দখলে নিয়ে সেচ ঘরে তালাবন্ধ করে দেয় স্থানীয় কয়েক জন। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘থানায় অভিযোগের বিষয়টি টের পেয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয় তারা। আমার ভাই রমেশ দেবনাথ গত কয়েক মাস পলাতক থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন। আজ দুপুরে গাংড়া মাঠে বোরো ধানের বীজতলা তৈরির কাজ করছিল সে। ওই সময় সেচযন্ত্র দখলকারীরা রমেশকে মাঠে ফেলে মারধর করে। রমেশকে বাঁচাতে এসে আমার বোন ও কাকা মারপিটের শিকার হন।’

পরেশ দেবনাথ আরও বলেন, ‘আজ (শনিবার) দুপুরে রমেশকে মারধর করে ছাত্রলীগ করার অপরাধে পুলিশে ধরিয়ে দেয় হামলাকারীরা। ছাত্রলীগ করলেও রমেশের বিরুদ্ধে কোন মামলা নেই।’

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘রমেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ কোনো মামলা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরে জানাচ্ছি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা