হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

রমেশ দেবনাথ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে (২৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার গাংড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রমেশ ওই গ্রামের অসীত দেবনাথের ছেলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী এই তথ্য নিশ্চিত করেছেন।

রমেশ দেবনাথের ভাই পরেশ দেবনাথ বলেন, ‘উপজেলার গাংড়া মাঠে আমাদের একটি গভীর নলকূপ (সেচপাম্প) আছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরের দিন তা দখলে নিয়ে সেচ ঘরে তালাবন্ধ করে দেয় স্থানীয় কয়েক জন। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘থানায় অভিযোগের বিষয়টি টের পেয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয় তারা। আমার ভাই রমেশ দেবনাথ গত কয়েক মাস পলাতক থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন। আজ দুপুরে গাংড়া মাঠে বোরো ধানের বীজতলা তৈরির কাজ করছিল সে। ওই সময় সেচযন্ত্র দখলকারীরা রমেশকে মাঠে ফেলে মারধর করে। রমেশকে বাঁচাতে এসে আমার বোন ও কাকা মারপিটের শিকার হন।’

পরেশ দেবনাথ আরও বলেন, ‘আজ (শনিবার) দুপুরে রমেশকে মারধর করে ছাত্রলীগ করার অপরাধে পুলিশে ধরিয়ে দেয় হামলাকারীরা। ছাত্রলীগ করলেও রমেশের বিরুদ্ধে কোন মামলা নেই।’

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘রমেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ কোনো মামলা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরে জানাচ্ছি।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার