হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত এক মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। আহত মো. হুসাইন (২২) কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে পাইকগাছা থেকে কাজ সেরে রুহুল আমিন ও ফিরোজ বাড়ি ফিরছিলেন। অন্যদিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হুসাইন পাইকগাছায় যাচ্ছিলেন। খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বিচুলি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করতে গিয়ে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে তাঁদের মৃত্যু হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে। আহত হুসাইন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা