হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জন। এ সময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দুপুর ১২টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে স্থানীয়রা উত্তম-মধ্যম দেয়। পরে সাধারণ জনগণই পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ সাহাকে পুলিশের কাছে তুলে দেয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার