হোম > সারা দেশ > খুলনা

শান্তি প্রতিষ্ঠায় খুবির কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শনিবার

খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত

শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যার গুরুত্ব তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে আগামী শনিবার (২ আগস্ট) এবং চলবে রোববার (৩ আগস্ট) পর্যন্ত। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা’ শীর্ষক এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধসহ সব শহীদের প্রতি। আয়োজকেরা জানিয়েছেন, দেশ-বিদেশের উল্লেখযোগ্যসংখ্যক গবেষক এতে অংশ নিচ্ছেন এবং দুই দিনে দেড় শর অধিক প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

আয়োজকেরা জানান, সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার অধ্যাপক ড. মো. কামারুল কাবিলান বিন আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। 

সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এবং খুলনার ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করবেন কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান কবির।

আয়োজকেরা জানান, এ সম্মেলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে কলা ও মানবিকবিদ্যার অন্তর্নিহিত শক্তিকে বিশ্বদরবারে তুলে ধরা হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানবিক চেতনা ও সংলাপের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই সম্মেলন গবেষণা ও আন্তসংস্কৃতি বিনিময়ের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা