হোম > সারা দেশ > খুলনা

কোটচাঁদপুরে প্রতিমা বানাতে ব্যস্ত কারিগররা 

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ) 

দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন কোটচাঁদপুরের প্রতিমা কারিগররা। চলতি বছর ৪৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন কোটচাঁদপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ রায়। 

সরেজমিনে গিয়ে কথা হয় রাজবাড়ির পাচুড়িয়া গ্রামের বাসিন্দা দিপক পালের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘ ১২ বছর যাবৎ এ কাজ করছি। এর মধ্যে ৭ বছর ওস্তাদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছি। গত ৩ বছর থেকে আমি দুই সহযোগী নিয়ে একাই প্রতিমা বানাচ্ছি। আমি সারা বছরই প্রতিমা বানানোর কাজ করি। শরিয়তপুরের গৌতম পালের কাছ থেকে আমার প্রতিমা বানানোর হাতে খড়ি হয়। 

প্রতিমা কারিগর দিপক পাল বলেন, প্রতি বছর ৬ /৭টি প্রতিমা বানাই। এ বছরও ৬টি প্রতিমা বানানোর কাজ হাতে নিয়েছি। যার মধ্যে কোটচাঁদপুরে রয়েছে ৩টি প্রতিমা। প্রতিটি প্রতিমা বানাতে পারিশ্রমিক নেবেন ২১ হাজার টাকা নিচ্ছি। 

এ বিষয়ে রবীন্দ্র নাথ রায় বলেন, আগামী ৯ অক্টোবর (২৪ আশ্বিন) থেকে শারদীয়া দুর্গাপূজা শুরু হবে। গেল বছর এ উপজেলায় ৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যার মধ্যে কোটচাঁদপুর পৌরসভার করা হয় ১৯টি মণ্ডপ। বাকি ২৫টি মণ্ডপের পূজা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। করোনা নিয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশনা নাই। তবে পরিস্থিতি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা