হোম > সারা দেশ > যশোর

যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে।

আহত দুজন হলেন— একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে উদয় দাস (১৯) এবং কালিদাসের ছেলে বাঁধন দাস (১৯)। তাঁদের পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্বপরিচয় ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাঁদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিলেন না অনিমা আর উদয়। সোমবার দুপুরে উদয় তাঁর বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। মোটরসাইকেলে করে অনিমাকে নিয়ে পালাচ্ছিল তাঁরা। এসময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অনিমার মৃত্যু হয়।

এসআই আবদুল হান্নান আরও বলেন, আহত দুই যুবককে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা স্বাভাবিক আছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার