হোম > সারা দেশ > যশোর

যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে।

আহত দুজন হলেন— একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে উদয় দাস (১৯) এবং কালিদাসের ছেলে বাঁধন দাস (১৯)। তাঁদের পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্বপরিচয় ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাঁদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিলেন না অনিমা আর উদয়। সোমবার দুপুরে উদয় তাঁর বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। মোটরসাইকেলে করে অনিমাকে নিয়ে পালাচ্ছিল তাঁরা। এসময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অনিমার মৃত্যু হয়।

এসআই আবদুল হান্নান আরও বলেন, আহত দুই যুবককে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা স্বাভাবিক আছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা