হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে রেল ক্রসিংয়ে কাটা পড়ে মাছ ব্যবসায়ী নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোর-বেনাপোল রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান লাভলু (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোলের আমড়াখালী অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান লাভলু সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

বেনাপোল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিকেলে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আমড়াখালী এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান লাভলু মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, যশোর-বেনাপোল রেল সড়কটি ব্যস্ততম রেলপথ হিসেবে বিবেচিত। এই সড়কে যাত্রী ও মালবাহী একাধিক ট্রেন চলাচল করে। তবে ৩৪ কিলোমিটার এই সড়কের ৩৯টি রেল ক্রসিংয়ের মধ্যে অধিকাংশ স্থানে গেট ও গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা