খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুজনের বিরুদ্ধে ১৭ কোটি টাকার অধিক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আজ বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।
খালেকের বিরুদ্ধে করা মামলার বাদী দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। তিনি জানান, মামলায় খালেকের বিরুদ্ধে কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে হাবিবুনের বিরুদ্ধে করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান। তিনি জানান, মামলায় বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদে থাকার সময় হাবিবুনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগে দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দুটি করা হয়েছে।