হোম > সারা দেশ > সাতক্ষীরা

মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মা-বাবাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মামলায় উৎপল সাহা (৪২) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

যুবককে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি বলেন, ‘মা-বাবাকে ভরণপোষণ দিতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎপল সাহাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালে উৎপল সাহার স্ত্রী মৌসুমী সাহা আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় উৎপল সাহার করা মামলায় তাঁর মা-বাবা কারাগারে যান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি দখল করে নেন এবং বেশ কয়েক দিন আগে মা-বাবার কাছে পুনরায় সম্পত্তি দাবি করেন উৎপল সাহা। এ কথা না শোনার কারণে তিনি বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বন্ধ করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। 

ছেলের নির্যাতন সইতে না পেরে দিনবন্ধু সাহা গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ উৎপল সাহাকে গ্রেপ্তার করে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত