হোম > সারা দেশ > সাতক্ষীরা

মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মা-বাবাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মামলায় উৎপল সাহা (৪২) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

যুবককে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি বলেন, ‘মা-বাবাকে ভরণপোষণ দিতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎপল সাহাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালে উৎপল সাহার স্ত্রী মৌসুমী সাহা আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় উৎপল সাহার করা মামলায় তাঁর মা-বাবা কারাগারে যান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি দখল করে নেন এবং বেশ কয়েক দিন আগে মা-বাবার কাছে পুনরায় সম্পত্তি দাবি করেন উৎপল সাহা। এ কথা না শোনার কারণে তিনি বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বন্ধ করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। 

ছেলের নির্যাতন সইতে না পেরে দিনবন্ধু সাহা গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ উৎপল সাহাকে গ্রেপ্তার করে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা