হোম > সারা দেশ > সাতক্ষীরা

নারী ভোটারদের লাঠিপেটার জন্য ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

একাদশ জাতীয় নির্বাচনের দিন স্থানীয় নারী ভোটারদের ওপর হামলার ঘটনায় মাফ চেয়ে ২৬ ডিসেম্বরের নির্বাচনে নিজের জন্য ভোট প্রার্থনা করলেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ।  ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর মাদ্রাসা মাঠে।  

 একাদশ নির্বাচনের দিন স্থানীয় নারী ভোটারদের লাঠিপেটা করে কেন্দ্র ছাড়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে। জামায়াত অধ্যুষিত এলাকার ভোটারদের মন থেকে সেই ক্ষত দুর করতে তিনি চার বছর আগের সে ঘটনার জন্য বারবার দুঃখ প্রকাশ করেন। এ সময় জামায়াত ইসলামীর নাম উচ্চারণ না করলেও বিএনপিসহ সবগুলো দল তার পক্ষে কাজ করছে বলেও দাবি করেন তিনি। এ নির্বাচনী সভার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা গোটা এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। 

উল্লেখ্য জামায়াত সমর্থক আব্দুর রউফ বিগত নির্বাচনে স্থানীয় বিএনপি-জামায়াতের প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মাধ্যমে আওয়ামী লীগে যোগদানও করেন। তবে এবারের নির্বাচনের পূর্ব মুহূর্তে আবারও তিনি কৌশলে নৌকার মনোনয়নের দাবি না করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। 

উপজেলার কাশিমাড়ীতে নৌকার প্রার্থী শমসের আলীসহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, বিএনপি নেতা আব্দুর রশিদ এবং আব্দুর রউফসহ আটজন চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার