হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রথমবারের মতো হংকং যাচ্ছে সাতক্ষীরার আম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকংয়ের বাজারে। আম কৃষি ক্যালেন্ডারের পদ্ধতি অনুযায়ী সাতক্ষীরায় প্রথম গাছ থেকে নামানো গোবিন্দ ভোগ জাতের আম প্রবেশ করছে দেশটির বাজারে। 

গতকাল শনিবার আম রপ্তানিতে যুক্ত তালার উত্তরণ সফল প্রকল্পের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, পরীক্ষামূলকভাবে ১০০ কেজি গোবিন্দ ভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকংয়ের বাজারে। পর্যায়ক্রমে ইতালি, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডে হিমসাগর আম রপ্তানি করা হবে। 

ইকবাল হোসেন বলেন, ‘সাতক্ষীরায় উৎপাদিত হিমসাগর ও ল্যাংড়া আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে। এর মধ্যে বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে। এবারও সরকারের সহযোগিতায়, নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক উত্তরণ সফল প্রকল্পের মাধ্যমে আম রপ্তানি করছে।’ 

আমচাষি রফিকুল ইসলাম জানান, বাগান থেকে কার্টন করা পর্যন্ত কোথাও কোনো নিয়মের যাতে ব্যত্যয় না হয় সেজন্য রপ্তানিতে যুক্ত কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, এ বছর সারা দেশ থেকে ৬০০ টন আম রপ্তানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে ১০০ টন। আগামী ১৯ মে বিদেশে আম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান তিনি। 

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২