হোম > সারা দেশ > খুলনা

বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের আসামি এসআইকে পিটিয়ে পুলিশে সোপর্দ

খুলনা প্রতিনিধি

সুকান্ত কুমার দাশ। ছবি: সংগৃহীত

খুলনায় গত আগস্ট থেকে পলাতক পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর নাম সুকান্ত কুমার দাশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় সুকান্তকে মারধর করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়। সুকান্ত দাশের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা গেছে, বিকেলে সুকান্ত দাশ সিএনজিচালিত অটোরিকশায় খুলনা থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে তুলছিল। এ সময় স্থানীয় লোকজন সুকান্তকে চিনে ফেলেন এবং তাঁকে নামিয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।

খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্য এসআই সুকান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।’

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সুকান্ত দাশ আর চাকরিতে যোগদান করেননি। ওই দিন থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।’

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা