হোম > সারা দেশ > খুলনা

বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের আসামি এসআইকে পিটিয়ে পুলিশে সোপর্দ

খুলনা প্রতিনিধি

সুকান্ত কুমার দাশ। ছবি: সংগৃহীত

খুলনায় গত আগস্ট থেকে পলাতক পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর নাম সুকান্ত কুমার দাশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় সুকান্তকে মারধর করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়। সুকান্ত দাশের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা গেছে, বিকেলে সুকান্ত দাশ সিএনজিচালিত অটোরিকশায় খুলনা থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে তুলছিল। এ সময় স্থানীয় লোকজন সুকান্তকে চিনে ফেলেন এবং তাঁকে নামিয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।

খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্য এসআই সুকান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।’

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সুকান্ত দাশ আর চাকরিতে যোগদান করেননি। ওই দিন থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি