হোম > সারা দেশ > খুলনা

বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের আসামি এসআইকে পিটিয়ে পুলিশে সোপর্দ

খুলনা প্রতিনিধি

সুকান্ত কুমার দাশ। ছবি: সংগৃহীত

খুলনায় গত আগস্ট থেকে পলাতক পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর নাম সুকান্ত কুমার দাশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় সুকান্তকে মারধর করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়। সুকান্ত দাশের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা গেছে, বিকেলে সুকান্ত দাশ সিএনজিচালিত অটোরিকশায় খুলনা থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে তুলছিল। এ সময় স্থানীয় লোকজন সুকান্তকে চিনে ফেলেন এবং তাঁকে নামিয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।

খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্য এসআই সুকান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।’

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সুকান্ত দাশ আর চাকরিতে যোগদান করেননি। ওই দিন থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা