পাইকগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার গড়ুইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জয়নাল গাজীর ছেলে আক্কাজ উদ্দীন, চাঁদখালী ইউনিয়নের চককাওলী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ছাবিয়া বেগম, দেলুটি ইউনিয়নের পাটনেখালী গ্রামের কিনু সরদারের ছেলে প্রশান্ত সরদার, রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের শাহনাজ আলীর ছেলে হাবিবুর রহমান, কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের নয়ন দাশের ছেলে অমেলেন্দু দাশ, কাশিমনগর গ্রামের মজিদ মোড়লের ছেলে রাসেল মোড়ল, প্রতাপকাটি গ্রামের আনার আলী গাজীর স্ত্রী অভিরণ বেগম, সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের সাকাত মোল্লা স্ত্রী সুফিয়া বেগম, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের কাশেম শেখের স্ত্রী মেরিনা বেগম ও চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের হারান সরদারের ছেলে মাজেদ সরদার।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।