হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে অবৈধ ৯ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নয়টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে মালিকদের থেকে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়া। 

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া কাঁচা ইট ট্রাক্টরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সব ভাটা মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

এদিকে চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় স্থাপিত অবৈধ করাতকল ভেঙে দেওয়া হয়। এসব ভাটা মালিকদেরকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা