হোম > সারা দেশ > যশোর

বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধূ খুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায়  সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার পানিসারার চাপাতলা ফকিরটিকের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

সুমাইয়া যশোরের শার্শা উপজেলা লক্ষ্মণপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী ও দক্ষিণ বুরুজবাগান এলাকার রেজাউল ইসলামের মেয়ে। রেজাউল ইসলামের দাবি, বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে তাঁর মেয়েকে খুন করা হয়েছে। 

রেজাউল জানান, তাঁর মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাউরিয়া চৌধুরীপাড়ার আলাউদ্দিনের ছেলে আল-আমিন বাপ্পীর বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে ২৭ মার্চ সুমাইয়া বাপ্পীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন। 

জিডির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমার মেয়েকে যশোরের একটি বাসায় নিয়ে রাখে বাপ্পী। সেখানে আমার মেয়ে বিয়ে করতে বললে বিয়ে না করে টালবাহানা করে। একপর্যায়ে মেয়েকে মারধর ও টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।’ 

রেজাউল বলেন, ‘বাপ্পীর বিরুদ্ধে করা জিডি উঠিয়ে না নেওয়ায় আমার মেয়েকে খুন করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে আবারও আমার মেয়েকে ডেকে নেয় বাপ্পী। এর পর থেকে সুমাইয়া নিখোঁজ ছিল। দুপুরে ফেসবুকে মেয়ের লাশের ছবি দেখে আমরা শনাক্ত করি।’ 

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি জবাই করা। দুই হাতের রগ কাটা ও বাঁ পাশে কোমরের নিচে চাকু ও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা