হোম > সারা দেশ > যশোর

স্কুলছাত্রীর আত্মহত্যা: লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছেন গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলা মোড়ে মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন তাঁরা। 

এর আগে ময়নাতদন্ত শেষে কৃষ্ণনগর মিস্ত্রিপাড়ার বাড়ি থেকে লাশ নিয়ে মিছিল করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। এ সময় ‘আমার বোন মরলো কেন, খুনি সাকিব জবাব চাই, সামাদ স্যার জবাব চাই’ সহ নানা স্লোগান দেন তাঁরা। 

নিহত অনি রায় উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকার কুয়েত প্রবাসী গৌতম রায়ের মেয়ে ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে। 

নিহতের ভাই অর্ঘ্য রায় বলেন, ‘স্কুলে কোচিং শেষে আমার বোনকে রুমের ভেতর নিয়ে তিনজন ছেলে মারধর করে। সে সময় অনি রুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়। সে ফুটেজ আমার কাছে আছে। পরে বাড়িতে এসে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’ 

এদিকে অনি রায়ের লাশ নিয়ে আধাঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে থানার ওসির আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা