হোম > সারা দেশ > কুষ্টিয়া

কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকা পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খন্দকার রুহুল আমিন (৬০) ও মজনু (৬৫)। তাঁদের দুজনের বাড়ি জুনিয়াদহ গ্রামে। এতে আহত হন নিহত মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৫৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি কাভার্ড ভ্যান রায়টার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভেড়ামারাগামী সিএনজিচালিত অটোরিকশা বাঁকাপুল নামক স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খন্দকার রুহুল আমিন (৬০) নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহত মজনু ও হাবিবা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মজনু মারা যান। অপর যাত্রী হাবিবা খাতুন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিহত মজনুর স্ত্রী।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘সকালে রাস্তায় ঘন কুয়াশা ছিল। বাঁকাপুলে কাভার্ড ভ্যান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার