হোম > সারা দেশ > কুষ্টিয়া

কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকা পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খন্দকার রুহুল আমিন (৬০) ও মজনু (৬৫)। তাঁদের দুজনের বাড়ি জুনিয়াদহ গ্রামে। এতে আহত হন নিহত মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৫৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি কাভার্ড ভ্যান রায়টার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভেড়ামারাগামী সিএনজিচালিত অটোরিকশা বাঁকাপুল নামক স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খন্দকার রুহুল আমিন (৬০) নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহত মজনু ও হাবিবা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মজনু মারা যান। অপর যাত্রী হাবিবা খাতুন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিহত মজনুর স্ত্রী।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘সকালে রাস্তায় ঘন কুয়াশা ছিল। বাঁকাপুলে কাভার্ড ভ্যান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা