হোম > সারা দেশ > খুলনা

ঈদের দিন নানাবাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে পুকুরে ডুবে মাহমুদুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাঁপা মিস্ত্রিপাড়ায় শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ একই উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে শিশুটির জন্মের পরপরই ওর বাবা মারা যান। সেই থেকে মা মুনিয়া খাতুনের সঙ্গে বাবার ভিটায় শাহাপুরে থাকত মাহমুদুল্লাহ। কয়েক দিন আগে ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নান খাঁর বাড়িতে বেড়াতে আসে মাহমুদুল্লাহ। 

আজ দুপুরে মা মুনিয়া ছেলেকে খেলতে দিয়ে বাবার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে বাড়ির উঠানে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। একপর্যায়ে শিশুটির খালা মিম খাতুন তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে চিৎকার করে ওঠে। 

পুলিশ আরও জানায়, চিৎকার শুনে মা মুনিয়া খাতুন পুকুরে নেমে ছেলেকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক শিশু মাহমুদুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা পুলিশকে জানানোর আগেই স্বজনেরা শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছে।’ 

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা