হোম > সারা দেশ > খুলনা

ঈদের দিন নানাবাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে পুকুরে ডুবে মাহমুদুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাঁপা মিস্ত্রিপাড়ায় শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ একই উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে শিশুটির জন্মের পরপরই ওর বাবা মারা যান। সেই থেকে মা মুনিয়া খাতুনের সঙ্গে বাবার ভিটায় শাহাপুরে থাকত মাহমুদুল্লাহ। কয়েক দিন আগে ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নান খাঁর বাড়িতে বেড়াতে আসে মাহমুদুল্লাহ। 

আজ দুপুরে মা মুনিয়া ছেলেকে খেলতে দিয়ে বাবার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে বাড়ির উঠানে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। একপর্যায়ে শিশুটির খালা মিম খাতুন তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে চিৎকার করে ওঠে। 

পুলিশ আরও জানায়, চিৎকার শুনে মা মুনিয়া খাতুন পুকুরে নেমে ছেলেকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক শিশু মাহমুদুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা পুলিশকে জানানোর আগেই স্বজনেরা শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছে।’ 

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার