হোম > সারা দেশ > যশোর

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা বাবর আলী বাবু। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে চার বছরের নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে বাবর আলী বাবু (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার বাবর আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী দাদা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে তাঁর ওপর যৌন নিপীড়ন চালান। ঘটনার সময় বাবর আলীর বাড়িতে গোয়ালা দুধ নিতে এলে তিনি শিশুটিকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা বলেন। এরপর এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনগণ বাবর আলীকে আটকে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বাবর আলী সম্পর্কে শিশুটির দাদা হন। যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা বাবর আলীকে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করেছি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা