হোম > সারা দেশ > কুষ্টিয়া

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ভেড়ামারা-রায়টা সড়কের আড়কান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

নিহত মনিরুল ইসলাম (৩৬) উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গো-হাট এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। আহত শিমুল ইসলাম (৩৪) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাড়ারা গ্রামের জহির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ভেড়ামারা-রায়টা সড়কের বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনিরুল ইসলাম ও অপর মোটরসাইকেল আরোহী শিমুল ইসলাম গুরুতর আহত হয়। 
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শিমুল ইসলাম কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মনিরুল ইসলাম নামে একজন মারা গেছে। সুরতহাল শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার