হোম > সারা দেশ > কুষ্টিয়া

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ভেড়ামারা-রায়টা সড়কের আড়কান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

নিহত মনিরুল ইসলাম (৩৬) উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গো-হাট এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে। আহত শিমুল ইসলাম (৩৪) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাড়ারা গ্রামের জহির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ভেড়ামারা-রায়টা সড়কের বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনিরুল ইসলাম ও অপর মোটরসাইকেল আরোহী শিমুল ইসলাম গুরুতর আহত হয়। 
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শিমুল ইসলাম কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মনিরুল ইসলাম নামে একজন মারা গেছে। সুরতহাল শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা