হোম > সারা দেশ > বাগেরহাট

ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ধানখেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উজুলকুর গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত ওমর ফারুকের খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ বলেন, ‘ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে আজ বিকেলে ওমর ফারুকের সঙ্গে প্রতিবেশী ও নিকট আত্মীয় আলীর বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে ঝগড়া থেমে গেলে ওমর ফারুক মসজিদে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় প্রতিবেশী আলী, কামাল, মোহাম্মদ ও জামাল তাঁর ওপর হামলা করে। আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক গুরুতর আহত হন। পরে আমরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা