হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

সাবেক স্ত্রীকে তাঁর বাবার বাড়িতে গিয়ে কোপালেন যুবক

সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আহত তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গ্রেপ্তার যুবকের নাম বাবু খাঁ (৩০)। তিনি কুষ্টিয়ার খাজানগরের আদর্শপাড়ার জলিল খাঁর ছেলে। আহত তরুণীর নাম নাজমিন আক্তার (২৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের আশাফুলের মেয়ে।

আহতের পরিবার ও পুলিশ বলছে, ১০ বছর আগে নাজমিন ও বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। শিশু জন্মের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নাজমিনের বাবার বাড়িতে আসেন বাবু। এ সময় কথা-কাটাকাটি শুরু হয় বাবু ও নাজমিনের মধ্যে। এর একপর্যায়ে নাজমিনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন বাবু। পরে নাজমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় নাজমিনের বাবা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা