হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কুচখালী খাল এলাকা থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক জেলেকে অপরহণ করেছে বনদস্যুরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। তিনি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে।

অপহৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, নদীতে মাছ ধরার উদ্দেশ্য সফিকুলসহ আরও কয়েকজন সপ্তাহখানেক আগে সুন্দরবনে যান। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের কচুখালী এলাকায় বনদস্যুদের কবলে পড়েন তারা।

এ সময় অন্যান্য সঙ্গীরা পালিয়ে আসতে পারলেও শফিকুল পালাতে পারেননি। তাকে বনদস্যুরা ধরে নিয়ে চলে যায়। পরে বুধবার দুপুরে মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।

এ বিষয়ে কৈখালী বন কর্মকর্তা দ্বীপ কুমার জানান, লোকমুখে বিষয়টি জেনেছেন তিনি। তবে এখন পর্যন্ত অপহৃত জেলের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ। এ জন্য সুন্দরবন প্রবেশে সব ধরনের পাস বন্ধ করা হয়েছে। তাই চুরি করে যারা সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছে, তাদের বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই বলে জানান এ কর্মকর্তা।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার