হোম > সারা দেশ > খুলনা

কৃষক দলের নেতা নাছিরের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক দলের নেতা মো. নাছির উদ্দিনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

উপজেলার পৌর সদর বাজার এলাকায় গতকাল বুধবার রাত ১০টার দিকে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য জহিরুল আলম জহুর, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা প্রমুখ।

বক্তারা জানান, কৃষক দলের নেতা নাছিরকে (৪৩) যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা দেখলে এটা স্পষ্টতই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সবার ধারণা হবে। আর এই খুনের সঙ্গে পেশাদার খুনি জড়িত থাকারও প্রমাণ মেলে। হত্যাকারীরা চলন্ত মোটরসাইকেলে থাকা নাছিরকে পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল জানান, তাঁরা হত্যাকারীদের চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে সময় দিয়েছেন। অন্যথায় দলের পক্ষ থেকে তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

এদিকে এখনো এই হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দলীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করার প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার বিকেলে লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হবে। এরপর মামলা করা হবে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার নিজ বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়ার সময় দুর্বৃত্তরা নাছিরকে কুপিয়ে হত্যা করে। নাছির বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা