হোম > সারা দেশ > যশোর

বর্ণিল সাজে সাগরদাঁড়ি, কাল শুরু মধুমেলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

সাগরদাঁড়িতে শুরু হচ্ছে মধুমেলা। ছবি: আজকের পত্রিকা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

আগামীকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক ও মেলা উদ্‌যাপন কমিটির সভাপতি আজাহারুল ইসলাম।

মধুমেলা উপলক্ষে কপোতাক্ষ নদ পারের সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবারের মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনা থাকবে। পাশাপাশি প্যান্ডেলে সার্কাস, জাদু প্রদর্শনী ও মৃত্যুকূপ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া কুটিরশিল্পসহ গ্রামীণ পসরা ও কৃষিমেলা থাকছে। মহাকবি মাইকেল ১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন মারা যান।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘কবির জন্মবার্ষিকী ও মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছর মানুষের ভিড়ের বিষয়টি গুরুত্ব দিয়ে বিকল্প একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর থাকবে।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে