সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৭২০ কেজি আম ও ক্ষতিকর জেলি পুশ করা ৪০৯ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরে পৌরসভার পিটিআই মাঠে বিনষ্ট করা হয়।
জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি মৎস্য কাটি থেকে আসা মাছভর্তি পাঁচটি ট্রাক ও দুটি ইঞ্জিনভ্যান জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে দুটি ট্রাক থেকে ১৭ ক্যারেট জেলি মিশ্রিত বাগদা চিংড়ি এবং ৩১ ক্যারেট রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।
চিংড়ি মাছের ওজন ৪০৯ কেজি এবং আমের ওজন ৭২০ কেজি। পরে ভ্রাম্যমাণ আদালত আম ব্যবসায়ী আমিনুর রহমানকে ৩০ হাজার টাকা এবং দুই চিংড়ি ব্যবসায়ী মিলন হোসেন ও আলমগীর হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি ট্রাক আটক করা হয়। রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম এবং ক্ষতিকর জেলি পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। আমগুলো পিটিআই মাঠে ট্রাক দিয়ে পিষে এবং চিংড়িগুলো বেতনা নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে।