হোম > সারা দেশ > সাতক্ষীরা

আমদানির খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা কমে গেছে। কদিন ধরে ১০০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ মঙ্গলবার বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।

ভারত থেকে আমদানির খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মিলবাজারের ব্যবসায়ী আবুল হাসান বলেন, ‘আমরা যে দামে পেঁয়াজ কিনি, তার চেয়ে ২ থেকে ৫ টাকা লাভ করে বেচি। কয়েক দিন আগেও পেঁয়াজ কিনতাম ৮০ টাকার বেশি দরে। আজ কিনেছি ৭০ টাকা দরে, বিক্রি করছি ৭৫ টাকায়।’

এদিকে ভোমরা স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ৮১ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ঢুকেছে দেশে। গতকাল সোমবার ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢোকে। আজ মঙ্গলবারও শতাধিক ট্রাক পেঁয়াজ ঢুকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজ বিকেল পর্যন্ত পেঁয়াজ ঢুকেছে ৫০ ট্রাক।

সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে চলে আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, আমদানি করা পেঁয়াজ এখনো খুচরা বাজারে ঢোকেনি। সেই পেঁয়াজ ঢুকলে দাম ৫০ টাকার নিচে চলে আসবে।

দেশীয় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হয়। এ অবস্থায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক