হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সুলতান মোল্যা (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুলতান চাঁদপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ও শরিফুল ইসলামের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। সোমবার রাতে গ্রামের মধ্যপাড়ায় দুই গ্রপের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে শরিফুল গ্রপের সমর্থক সুলতান মোল্যাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোক কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় গ্রুপের পাঁচ-ছয়জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের জেরে জামাল গ্রপের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর, ৯-১০টি গরু, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

ইউপি সদস্য জামাল হোসেন ও তাঁর লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়া থানার ওসি রাশেদুল বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা