হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বেকারিতে আগুন, কিশোর শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাট শহরে একটি বেকারি কারখানায় আগুন লেগে আজিম শেখ (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১০টায় বাগেরহাট শহরের নাগের বাজারের কচুয়াপট্টি এলাকায় সুমন বেকারিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের শিকার বেকারিটি রমেশ সাহার মালিকানাধীন। রেড ক্রিসেন্টের সদস্য, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে কারখানার মধ্যে থাকা বেকারির বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। আজ রোববার ভোরে কারখানার দোতলায় কাঠের গুঁড়ির স্তুপ থেকে আজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিম শেখ বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ সরদারের ছেলে।

নিহত আজিমের মা মাফিয়া বেগম বলেন, ‘অভাবের তাড়নায় তিন বছর আগে সন্তানকে কাজে দিয়েছিলাম। আজ আগুনে পুড়ে মারা গেল। আমি আমার সন্তানের মুখটাও দেখতে পারলম না।’

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘কারখানার দোতলায় কাঠের গুঁড়ির রুমের পাশে একটি মোটর রয়েছে। সেখানে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’

এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নেভানোর পরে কারখানা তল্লাশি করে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার