হোম > সারা দেশ > খুলনা

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

কাঠভর্তি আলমসাধু গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহতাব হক নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকালে উপজেলার চৌগাছার বড়খানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত মাহতাব হক মহেশপুর আদমপুর গ্রামের আইনাল হকের ছেলে। আহত ইসরাফিল হোসেন একই উপজেলার মান্দার তলা গ্রামের ফুলজার হোসেনের ছেলে। বর্তমানে ইসরাফিল হোসেন যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

খোরশেদ আলম নামে মৃত ব্যক্তির এক আত্মীয় জানান, সকালে কেনাকাটা করতে পুড়াপাড়া বাজারে যাচ্ছিলেন মাহতাব হক ও ইসরাফিল হোসেন। বড়খানপুর এলাকায় পৌঁছালে কাঠবোঝাই আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খাদিজাতুল বুজরা জানান, সড়ক দুর্ঘটনায় আসা দুজনের একজন রাস্তায় মারা যান। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, ‘বিষয়টি চৌগাছা থানাকে জানানো হয়েছে। ওই থানা আমাকে অনুমতি দিলে মরদেহ দিয়ে দেব। অন্যথায় ময়নাতদন্তে পাঠানো হবে।’ 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা