হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে বাঁধের ওপর পড়েছিল ৬০ কেজি হরিণের মাংস

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত বস্তায় প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের ক্লোজারসংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর থেকে মাংসগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মাংস জব্দ করে। অভিযানে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করার দাবি করেছে বন বিভাগ। এ ঘটনায় কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকারি চক্রের সাত সদস্যের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শাহাজাল জামিলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীসংলগ্ন বাঁধ থেকে তিনটি পরিত্যক্ত বস্তা উদ্ধারের পর সেখানে থাকা প্রায় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন মিশিয়ে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও কয়েকজন জানান, মাছ ও কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে এসব অপরাধী সুন্দরবনে প্রবেশ করছে। সুযোগমতো হরিণ শিকার করে সেখানে জবাইয়ের পর রাতে এলাকায় ফিরে সেই মাংস ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজির দরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। হরিণ শিকারের অভিযোগ থাকা ব্যক্তিদের সুন্দরবনে প্রবেশে অনুমতি দেওয়া বন্ধসহ বন বিভাগের তত্ত্বাবধানে তাদের তালিকা প্রণয়ন ছাড়া হরিণ শিকার বন্ধ করা যাবে না বলেও এসব গ্রামবাসী দাবি করেন।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক