হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে বাঁধের ওপর পড়েছিল ৬০ কেজি হরিণের মাংস

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত বস্তায় প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের ক্লোজারসংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর থেকে মাংসগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মাংস জব্দ করে। অভিযানে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করার দাবি করেছে বন বিভাগ। এ ঘটনায় কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকারি চক্রের সাত সদস্যের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শাহাজাল জামিলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীসংলগ্ন বাঁধ থেকে তিনটি পরিত্যক্ত বস্তা উদ্ধারের পর সেখানে থাকা প্রায় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন মিশিয়ে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও কয়েকজন জানান, মাছ ও কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে এসব অপরাধী সুন্দরবনে প্রবেশ করছে। সুযোগমতো হরিণ শিকার করে সেখানে জবাইয়ের পর রাতে এলাকায় ফিরে সেই মাংস ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজির দরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। হরিণ শিকারের অভিযোগ থাকা ব্যক্তিদের সুন্দরবনে প্রবেশে অনুমতি দেওয়া বন্ধসহ বন বিভাগের তত্ত্বাবধানে তাদের তালিকা প্রণয়ন ছাড়া হরিণ শিকার বন্ধ করা যাবে না বলেও এসব গ্রামবাসী দাবি করেন।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা