হোম > সারা দেশ > খুলনা

জুলাই-আগস্টে চানখাঁরপুলের ঘটনায় অভিযোগ দিতে এক মাস সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্টে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ২৫ মে দিন ধার্য করেন।

এর আগে গত রোববার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলায় আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তবে আশপাশের এলাকায় আরও মানবতাবিরোধী অপরাধ হয়েছে। সেখানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ যারা জড়িত ছিল, তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পৃথক চার্জশিট দাখিল করা হবে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে