হোম > সারা দেশ > যশোর

ভূমি কর্মকর্তাকে মারধর: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোশাররফ হোসেনকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান (৪০) ও হোগলাডাঙ্গা এলাকার আসাদুজ্জামান আসাদ (৫০)। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা দায়ের করেন। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে নায়েব মোশাররফ হোসেন তিনজনকে আসামি করে মামলা দিয়েছেন। রাতেই অভিযুক্ত মাহাবুর ও আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হয়েছে।’ 

আহত ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাসজমি আছে। সম্প্রতি বাজারের ইজারা হয়েছে। হোগলাডাঙ্গা বাজারের সরকারি জমির পাশে ব্যক্তিমালিকানা জমি রয়েছে। কয়েক দিন আগে আমি ঘুরে এসে এসিল্যান্ড স্যারের কাছে জমির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছি।’ 

তিনি বলেন, ‘ঘটনার দিন সকালে কানুনগো আকরাম হোসেন হোগলাডাঙ্গা বাজারে সরকারি জমি মাপতে যান। কানুনগোকে সহায়তা করতে সেখানে আমি গিয়েছিলাম। বেলা ১টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে বের হই। তখন হোগলাডাঙ্গা বাজারে আমাকে গতিরোধ করে মারধর করা হয়। প্রথমে মাহাবুর আমাকে কিল-ঘুষি মারেন। এরপর আসাদ মোটরসাইকেলের হেলমেট নিয়ে মাথায় আঘাত করে আমাকে জখম করেন।’ 

নায়েব মোশারফ হোসেন বলেন, ‘হামলাকারীদের অভিযোগ, আমি ব্যক্তিমালিকানা জমি সরকারি জমি দেখিয়ে প্রতিবেদন দিয়েছি। এই অভিযোগে তাঁরা আমাকে আঘাত করেছেন।’ 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত নায়েবকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।’ 

মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মাহাবুর রহমান আমার উপজেলা কমিটির সদস্য। তাঁর বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসব।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার